হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ২ জনের মরদেহ উদ্ধার 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে একই দিনে পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

তাঁরা হলেন রেখা বেগম (৪৫) ও সরকার জিলন (১৭)। আজ সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে হাজীগঞ্জ খাটরা মায়া ভিলার ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন রেখা বেগম। দুপুরে মতলব দক্ষিণের কালিকাপুরে বিষপানে শিক্ষার্থী জিলন মারা গেছে বলে অভিযোগ উঠেছে। 

রেখা বেগম খাটরা এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে এবং জিলন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর কালিকাপুর গ্রামের মৃত আফজাল সরকারের ছেলে। 

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে রেখা বেগম ছাদে ওঠেন। ছাদে পানির সঙ্গে বিদ্যুতের তার জড়ানো ছিল। সেখানে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে নিহত শিক্ষার্থী জিলনের স্বজনেরা জানান, সে এ বছর কালীপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা না থাকায় মা ও দাদির কাছে থাকত। দুপুরে বাড়ির কিছুটা দূরে বিষপান করে রাস্তার পাশে পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। কী কারণে সে বিষপান করেছে কেউ জানেন না। 

হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। স্বজনদের মাধ্যমে জেনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।’ 

চাঁদপুর সদর মডেল থানার নায়েক মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি