নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর গেটের ভেতরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ সেলিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার বন্দরের জেআর এয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সেলিম আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার মো. মুসার ছেলে।
পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত অবস্থায় তাঁকে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এলিট ট্রেডিং লিমিটেডে কাজ করতেন।