হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারের সাবেক এমপি জাফর ৭ মামলায় ১৮ দিনের রিমান্ডে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির শুনানি শেষে এই আদেশ দেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাফরকে আদালতে হাজির করা হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, চকরিয়া থানার দুটি হত্যা মামলায় জাফরকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া বিস্ফোরক ও হত্যাচেষ্টা আইনে চকরিয়া ও পেকুয়া থানার পাঁচ মামলায় শুনানি শেষে আদালত আরও ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সাবেক সংসদ সদস্য জাফরকে চকরিয়া ও পেকুয়া থানার সাত মামলায় ১৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এদিকে আদালতে শুনানি চলাকালে সকাল সোয়া ১০টার দিকে চকরিয়া পৌর শহরের মগবাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাফরের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল বের করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা জাফরের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা

জাফর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।

জাফর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি বছরের ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ