চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলি ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. মোক্তার আহমদ নামে এক যুবক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চাম্বল ইউনিয়নের শেখেরখীল রাস্তার মাথায় এই ঘটনা ঘটে।
নিহত মো. মোক্তার আহমদ বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার সিন্ধিপাড়ার নুর মোহাম্মদের ছেলে।
দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালীর চাম্বল ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক রাহাত হাসান চৌধুরী। তিনি জানান, নিহত ব্যক্তির মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।