হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. শাহজাহান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাহজাহান উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের মো. আবদুল মাজেদের ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। 

উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের একটি পরিত্যক্ত বসতঘরের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আজম বলেন, শাহজাহানের এক ভাই বিদেশে থাকেন। পরিবারে শাহজাহান ও তাঁর বাবা, মা ছিলেন। তাঁদের পুরো পরিবারই মানসিক বিকারগ্রস্ত। এর আগেও শাহজাহান একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, রাত ১২টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত বসত ঘর থেকে শাহজাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড