হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাতে বান্ধবী নিয়ে চবিতে ঘুরতে গিয়ে রামদার কোপে আহত প্রশিক্ষণরত ক্যাডেট 

চবি সংবাদদাতা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৭তম কোর্সে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত কমিশন অফিসার শেখ সাজিদ আল আহমেদ (২২)। এতে তাঁর বান্ধবী চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীও আহত হন। 

সাজিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তথ্যমতে, চমেক হাসপাতালেই তার চিকিৎসা চলছে। 

গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাম বাগান এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এনামুল হককে আহবায়ক করে ও দুই সহকারী প্রক্টরের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুপারিশসহ দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী সেনাবাহিনীর কমিশন অফিসার এবং তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাম বাগানে ঘুরতে যান। এ সময় দুজন এসে তাঁদের ওপর আক্রমণ করে। এতে সাজিদের বাহুতে আঘাত লাগে। তার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। তাঁদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাজিদকে চমেকে পাঠানো হয়। 

সাজিদের বান্ধবী বলেন, ‘সাজিদের এক বন্ধু বলেছিল, পাম বাগানের দিকে সুন্দর একটি জায়গা আছে। তাই আমরা ওইদিকে ঘুরতে যাই। এরপরই আমাদের ওপর এ হামলা হয়। এতে আমি নিজেও কিছুটা আহত হয়েছি।’ 

দুর্বৃত্তদের হামলার সময় সাজিদের মোবাইল ফোন নিচে পড়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও পুলিশ তা পায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মোবাইল ফোন নিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর ম্যানিব্যাগ ও তার বান্ধবীর হ্যান্ডব্যাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বডির এক সদস্য। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আওতার একটু বাইরে বৃহস্পতিবার একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীর রামদার কোপে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তাঁর বন্ধু আহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তার নাম জানা যায় নি। আর এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এনামুল হককে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে