হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগঞ্জে আগুনে পুড়ল দোকান 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজারের খাদিজা কনফেকশনারি অ্যান্ড বার্গার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার বেলা দেড়টায় জুমার নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় মসজিদে আগত মুসল্লিরা জানান, যখন জুমার নামাজ শুরু হয়, তখন শিশুরা সমিতির বাজার মো. মুরাদ হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করে। নামাজ শেষ করে মসজিদের মুসল্লিরা স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খাদিজা কনফেকশনারি অ্যান্ড বার্গার দোকানের সব মালামাল পুড়ে যায়। 

বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন, ‘নামাজের কারণে পুরো বাজারের দোকানপাট বন্ধ ছিল। যদি আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব না হতো, তাহলে বাজারের অধিকাংশ দোকানপাট পুড়ে ছাই হয়ে যেত।’

দোকানের মালিক মুরাদ হোসেন বলেন, ‘ঋণ করে দুই মাস আগে দোকান মেরামতসহ মালামাল তুলেছি। স্বপ্ন দেখেছি কিছু করে সংসার চালাব। আজ বিদ্যুতের মিটার থেকে সংঘটিত আগুনে আমার সব শেষ। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে এবং স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছি, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মসজিদের মুসল্লিরা থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার