হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২ 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইট বোঝাইকারী জিপগাড়ির (চাঁদের গাড়ি) হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার সকালে ওই মহাসড়কের মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত হেলপারের নাম মো. সাজিম (১৮)। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার বাড়ির আবদুল মান্নানের ছেলে। এ সময় দুর্ঘটনায় জিপগাড়ির চালক মো. লোকমান (২৮) এবং আরেক হেলপার মো. তারেক (১৭) গুরুতর আহত হন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারীগামী একটি ইটবোঝাই জিপগাড়ি মাটিয়া মসজিদসংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক জিপটিকে ধাক্কা দেয়। এতে জিপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনায় চালক, হেলপারসহ তিনজন আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজিমকে মৃত ঘোষণা করেন। জিপের চালক ও হেলপারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। 

রাউজান হাইওয়ে পুলিশের এসআই মো. তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত জিপগাড়িটি জব্দ করা হয়েছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট