হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২ 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইট বোঝাইকারী জিপগাড়ির (চাঁদের গাড়ি) হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার সকালে ওই মহাসড়কের মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত হেলপারের নাম মো. সাজিম (১৮)। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনার বাড়ির আবদুল মান্নানের ছেলে। এ সময় দুর্ঘটনায় জিপগাড়ির চালক মো. লোকমান (২৮) এবং আরেক হেলপার মো. তারেক (১৭) গুরুতর আহত হন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারীগামী একটি ইটবোঝাই জিপগাড়ি মাটিয়া মসজিদসংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক জিপটিকে ধাক্কা দেয়। এতে জিপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনায় চালক, হেলপারসহ তিনজন আহত হন। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজিমকে মৃত ঘোষণা করেন। জিপের চালক ও হেলপারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। 

রাউজান হাইওয়ে পুলিশের এসআই মো. তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত জিপগাড়িটি জব্দ করা হয়েছে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে