পটিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরাফাত শাকিলকে সভাপতি এবং আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।
আগামী এক বছরের জন্য ১৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আরফাত শাকিল বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে উপজেলা ছাত্রলীগের অভিভাবক হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশনায় প্রাণান্ত কাজ করব।’