হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরাফাত শাকিলকে সভাপতি এবং আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।

আগামী এক বছরের জন্য ১৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আরফাত শাকিল বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে উপজেলা ছাত্রলীগের অভিভাবক হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশনায় প্রাণান্ত কাজ করব।’

উল্লেখ্য, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ২০২১ সালের ২৫ জুন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক সঙ্গে পটিয়ার ৩টি কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ২৫ মে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী তাঁর অনুসারীদের নিয়ে দিনে দিনে ১৬টি ইউনিয়ন ও একটি বেসরকারি কলেজের কমিটি অনুমোদন দেন। সেদিন আহ্বায়ক কমিটির ৪ জন যুগ্ম আহ্বায়ক তাঁরা তাঁদের অনুসারীদের নাম উল্লেখ করে পাল্টা কমিটি দিলে সেদিন রাতে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ