হোম > সারা দেশ > ফেনী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত কামরুলের ভাই মো. কামরুজ্জামান জানান, জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দিয়েছিলেন। দেশে ফেরার কথা ছিল কামরুলের। তাঁর বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। সম্প্রতি তাঁর পাঠানো টাকায় বাড়িতে নতুন ভবন করেছেন। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তাঁর।

দক্ষিণ আফ্রিকায় থাকা কামরুল ইসলামের স্বজনদের বরাতে কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তাঁর দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাঁকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তাঁর মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।’ তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

ওই বাড়ির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘এবার এসে বিয়ে করার কথা। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আফ্রিকায় নিহতের বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়