কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীর থেকে ১ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের সম্মানঘাটে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, নাফ নদী দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হয়ে আসার গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির সদস্যদের ধাওয়া খেয়ে পাচারকারী মাদকের ব্যাগ ফেলে নদী পেরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারির ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৫ কোটি ৬৭ হাজার টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।