হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, কৌশলে বাঁধন খুলে রক্ষা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রকে (১৪) অপহরণের চেষ্টা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রাউজান সরকারি কলেজগেটের সামনে থেকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

অপহরণচেষ্টার শিকার স্কুলছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল সে। বাসা থেকে বের হয়ে রাউজান সরকারি কলেজগেটের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। ওই অটোরিকশায় আরও দুজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি তার স্কুলের দিকে না গিয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেরুলিয়া হয়ে হলদিয়ায় যাচ্ছিল। এর কারণ জানতে চাইলে অন্য দুই যাত্রী তার মুখ চেপে ধরেন।

ধস্তাধস্তিতে ছেলেটির স্কুলের পোশাক ছিঁড়ে যায়। এ সময় তার দুই হাত বাঁধা হয়। অটোরিকশাটি দুই দিকে পর্দা দিয়ে ঢেকে রাখা ছিল। একপর্যায়ে অটোরিকশাটি সড়কের পাশে দাঁড় করানো হয়। চালক ও দুই যাত্রী নেমে যাওয়ার সুযোগে দাঁতে কামড় দিয়ে হাতের বাঁধন খুলে অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় সে। পরে রাউজান জলিলনগর বাস স্টেশনে নেমে এক আত্মীয়ের দেখা পেলে তাঁর কাছে সে ঘটনা খুলে বলে।

এ ব্যাপারে রাউজান থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন ওই স্কুলছাত্রের এক স্বজন।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থী অপহরণচেষ্টার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে