হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

হাতি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি মিতাইঝিরি টেক এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মিতাইঝিরি টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়। আহতের খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।

চিকিৎসকেরা জানান, পাহাড়ের ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা গেছে। বন বিভাগের সহযোগিতায় পরে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’ মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি (নারী) হাতি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির