হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে আ.লীগ নেতার জামিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদালত ঘেরাও 

কক্সবাজার প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ঘোষিত  দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালত থেকে জামিন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদের ১২ ঘণ্টার মধ্যে জামিন বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আদালত ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এতে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আদালত ঘেরাও কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় তিনটি মামলায় সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এসব মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত রাশেদকে জামিনে মুক্তি দেন। তাঁর জামিনে বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর তদবির রয়েছে অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি দিয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১