হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে আ.লীগ নেতার জামিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদালত ঘেরাও 

কক্সবাজার প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ঘোষিত  দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালত থেকে জামিন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদের ১২ ঘণ্টার মধ্যে জামিন বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আদালত ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এতে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আদালত ঘেরাও কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় তিনটি মামলায় সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এসব মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত রাশেদকে জামিনে মুক্তি দেন। তাঁর জামিনে বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর তদবির রয়েছে অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি দিয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু