দেশজুড়ে বিএনপির চলমান হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি ঝটিকা মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক ঘুরে মদনহাট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি; মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই কর্মসূচি পালন করে।’
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘দেশের জনগণ যেভাবে অবরোধকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সমর্থন দিচ্ছেন। বাংলাদেশের ১৮ কোটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফিরে যাব না।’