হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবরোধের সমর্থনে চবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দেশজুড়ে বিএনপির চলমান হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি ঝটিকা মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক ঘুরে মদনহাট এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি; মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই কর্মসূচি পালন করে।’

আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘দেশের জনগণ যেভাবে অবরোধকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সমর্থন দিচ্ছেন। বাংলাদেশের ১৮ কোটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফিরে যাব না।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত