হোম > সারা দেশ > কক্সবাজার

দলছুট বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর চেয়ারম্যানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাত আরা (৪৩)। তিনি ওই গ্রামের ফজলুল করিমের স্ত্রী। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জান্নাত আরা রাত ৩টার দিকে নিজ বাড়ির অদূরে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন দিচ্ছিলেন। এ সময় দলছুট একটি বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। প্রাণীটির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে হাতিটি পাহাড়ের জঙ্গলে চলে যায়।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ বলেন, বন্য হাতির দল প্রায় সময় খাদ্যের সন্ধানে উত্তর সুরাজপুরের ওই এলাকার লোকালয়ে নেমে আসছে। শনিবার রাতে একটি দলছুট বন্য হাতি লোকালয়ে এসেছিল। এ সময় হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যু হয়।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর