হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারাবির নামাজের জন্য বের হয়ে যুবক নিখোঁজ, পরদিন মিলল রক্তাক্ত লাশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের রেললাইনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শীতলপুর চৌধুরী ঘাটা এলাকাসংলগ্ন রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত জুয়েল (২৮) একই এলাকার মো. মিয়ার ছেলে। 

স্বজনরা জানিয়েছেন, গতকাল রাতে তারাবির নামাজ পড়তে মসজিদের উদ্দেশে ঘর থেকে বের হন জুয়েল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি ফিরে না আসায় মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। আজ সকালে স্থানীয়রা রেললাইনের পাশে জুয়েলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন। এরপর তাঁরা ঘটনাস্থলে গিয়ে জুয়লের মরদেহ দেখতে পান। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার আজকের পত্রিকাকে জানান, তাঁরা মঙ্গলবার দুপুরে শীতলপুর চৌধুরী ঘাটা এলাকাসংলগ্ন রেললাইন থেকে যুবকের মরদেহটি উদ্ধার করেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তাঁর নাক, মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল। রেলের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণের মাধ্যমে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। 

উপপরিদর্শক রাজীব পোদ্দার আরও জানান, যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির