হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জমি নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৪৬) নামের এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে মহিম (১৪) গুরুতর আহত হয়েছে। আজ সোমবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী। মানিক মিয়া বলেন, ‘আমার ভাই রাব্বি মিয়া, মাহফুজ মিয়া, সৎভাই জুয়েল মিয়া, চাচা দুধ মিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। তারা জোর করে আমার পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এর প্রতিবাদ করায় দুই সপ্তাহ আগে তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। আমি এখনো হাসপাতালে।’

মানিক মিয়া আরও বলেন, ‘আজ ভোরে তারা আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে ঘরে ছিল। তারা আমার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে স্ত্রীর মৃত্যু হয়।’

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির