হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ সৈকত থেকে মৃত ডলফিন উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) একদল বিজ্ঞানী খবর পেয়ে প্রাণীগুলোর মৃতদেহ উদ্ধার করে। ডলফিনের পাশাপাশি একই সৈকতে পড়েছিল একটি সামুদ্রিক কচ্ছপ ও রাঁজ কাঁকড়া। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের সাগর জানালা রিসোর্টের সামনের সৈকত থেকে অর্ধগলিত ইরাবতী প্রজাতির ডলফিন, অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ ও রাজকাঁকড়া মৃতদেহ পাওয়া যায়। কীভাবে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে প্রাণীগুলো মারা পড়েছে। 

প্রাণীগুলোর উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া বোরির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ডলফিনটির দৈর্ঘ্য ৮ ফুট ৩ ইঞ্চি। ওজন প্রায় ৮০ কেজি। শরীরে পচন ধরেছে। দেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। 

এর আগে গত বৃহস্পতিবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে একটি মৃত মা কচ্ছপ উদ্ধার করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ইনানী সৈকতের শফিরবিল এলাকায় একটি ইরাবতী প্রজাতির ডলফিন ও কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে গত তিন মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে অন্তত ৩২টি সামুদ্রিক কচ্ছপ ও তিনটি ডলফিনসহ বিভিন্ন প্রাণী মারা পড়ে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির