হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের বিএনপি নেতা ঢাকা থেকে গ্রেপ্তার, ১০টি অস্ত্রসহ গুলি উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর পলাতক বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীকে (৫২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় ঢাকা ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার বাঁশখালী থানার হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। 

গ্রেপ্তার লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য ২০২৩ সালের ৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, লেয়াকত আলী গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে (পৌনে ১১ টা) উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাস পাড়ায় তার বসতঘরে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। 

এ সময় দুইটি বিদেশি পিস্তল, দেশে তৈরি পাঁচটি এলজি, দুইটি কাটা একনলা বন্দুক, একটি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, ছয়টি কাঠের বাঁটযুক্ত ধারালো রাম দা ও ৪০টি বিভিন্ন সাইজের গইট্টা (লাঠি) উদ্ধার করা হয়। 

তারা আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধের ২১ টিরও বেশি মামলা তদন্তাধীন রয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত