হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নতুন কাস্টমস ভবনের ডিজাইন চূড়ান্ত: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আজ দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনে কক্ষে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা

দেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস ভবন নির্মাণে ডিজাইন চূড়ান্ত হয়েছে। শুধু প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করার অপেক্ষা। কাস্টম ভবনসহ চট্টগ্রামে তিন আইকনিক ভবন নির্মাণ করা হবে। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনে কক্ষে মতবিনিময়কালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য জানান।

আবদুর রহমান খান বলেন, ‘চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন করার প্ল্যান নিয়েছি। একটি কাস্টম হাউস হবে। এটি অত্যন্ত নান্দনিক হবে। অপর দুটির মধ্যে রয়েছে কাস্টমস অ্যাকাডেমি ও কর ভবন। কর ভবন আগ্রাবাদে করা হবে।’

রাজস্ব আদায় বাড়াতে মাঠপর্যায়ে নজরদারির নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘যেহেতু কাস্টম হাউস করতে হলে পুরোনো ভবন ভাঙতে হবে, সেহেতু কাস্টম হাউসের অ্যাকোমোডেশনের কী হবে, সে জন্য আমরা কয়েকটি জায়গা ভিজিট করেছি। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরিয়া দেখেছি। আমাদের ব্যবসায়ীদের অধিকাংশ আগ্রাবাদ এরিয়ায়।’ যত দিন কনস্ট্রাকশন কাজ না হয়, তত দিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টম হাউস শিফট হবে বলেও মত দেন তিনি।

অনলাইনে রাজস্ব আদায়কারীদের হয়রানির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত