হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যার্তদের উদ্ধার–সহায়তায় ফেনীতে যাচ্ছে কর্ণফুলীর নৌকা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। মানবিক এই বিপর্যয়ের মুখে পড়া জনপদটিতে এবার উদ্ধারকাজের জন্য স্পিডবোট ও নৌকা যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে। 

আজ বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে, বন্যায় আটকে পড়া বানভাসিদের উদ্ধার তৎপরতা চালাতে কর্ণফুলী নদী থেকে শতাধিক ইঞ্জিনচালিত সাম্পান, নৌকা ও স্পিডবোট খেয়া পারাপার ঘাট থেকে ট্রাকে তোলা হচ্ছে ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দিনপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে উদ্ধার তৎপরতা চালাতে এসব নৌযান নিয়ে যাচ্ছে বলে জানায়। 

কর্ণফুলী নদী সাম্পান চালক কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী বলেন, ‘আমাদের ইঞ্জিনচালিত সাম্পানগুলো কর্ণফুলী নদীতে প্রতিদিন যাত্রী পারাপারে নিয়োজিত থাকে। চট্টগ্রামবাসীর ডাকে সাড়া দিয়ে ফেনীর বন্যাকবলিতদের উদ্ধারে আমাদের বিভিন্ন ঘাট থেকে শতাধিক সাম্পান, নৌকা ও স্পিডবোট নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি সাম্পানে দুজন মাঝি রয়েছে। স্বেচ্ছাসেবী ও প্রশাসনের সঙ্গে আলাপ করে দিনপ্রতি তিন হাজার টাকা সাম্পান ভাড়া নির্ধারণ করা হয়েছে।’ 

সদরঘাট থানার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘ফেনীর বন্যার্তদের উদ্ধারে আমাদের এসপি স্যারের নেতৃত্বে দুটি বোট গেছে। এ ছাড়া আমরা দিনভর বিভিন্ন স্বেচ্ছাসেবীদের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট, অভয়মিত্র ঘাট ও সদরঘাট থেকে সাম্পান এবং পতেঙ্গা থেকে স্পিডবোট নিতে সহযোগিতা করেছি।’

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি