হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যার্তদের উদ্ধার–সহায়তায় ফেনীতে যাচ্ছে কর্ণফুলীর নৌকা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। মানবিক এই বিপর্যয়ের মুখে পড়া জনপদটিতে এবার উদ্ধারকাজের জন্য স্পিডবোট ও নৌকা যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে। 

আজ বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে, বন্যায় আটকে পড়া বানভাসিদের উদ্ধার তৎপরতা চালাতে কর্ণফুলী নদী থেকে শতাধিক ইঞ্জিনচালিত সাম্পান, নৌকা ও স্পিডবোট খেয়া পারাপার ঘাট থেকে ট্রাকে তোলা হচ্ছে ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দিনপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে উদ্ধার তৎপরতা চালাতে এসব নৌযান নিয়ে যাচ্ছে বলে জানায়। 

কর্ণফুলী নদী সাম্পান চালক কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী বলেন, ‘আমাদের ইঞ্জিনচালিত সাম্পানগুলো কর্ণফুলী নদীতে প্রতিদিন যাত্রী পারাপারে নিয়োজিত থাকে। চট্টগ্রামবাসীর ডাকে সাড়া দিয়ে ফেনীর বন্যাকবলিতদের উদ্ধারে আমাদের বিভিন্ন ঘাট থেকে শতাধিক সাম্পান, নৌকা ও স্পিডবোট নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি সাম্পানে দুজন মাঝি রয়েছে। স্বেচ্ছাসেবী ও প্রশাসনের সঙ্গে আলাপ করে দিনপ্রতি তিন হাজার টাকা সাম্পান ভাড়া নির্ধারণ করা হয়েছে।’ 

সদরঘাট থানার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘ফেনীর বন্যার্তদের উদ্ধারে আমাদের এসপি স্যারের নেতৃত্বে দুটি বোট গেছে। এ ছাড়া আমরা দিনভর বিভিন্ন স্বেচ্ছাসেবীদের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট, অভয়মিত্র ঘাট ও সদরঘাট থেকে সাম্পান এবং পতেঙ্গা থেকে স্পিডবোট নিতে সহযোগিতা করেছি।’

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম