হোম > সারা দেশ > নোয়াখালী

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযান। ছবি: আজকের পত্রিকা

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় জেলার ৯টি উপজেলা থেকে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি ছেনি, একটি এলজি ও একটি ঢাল উদ্ধার করা হয়। এ পর্যন্ত জেলা ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের ২৭টি টহল টিম, যৌথ বাহিনীর পাঁচটি টহল টিম ও ১৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নতুন করে আরও ২১ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ্ আল ফারুক জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ২১ জনকে গ্রেপ্তার করে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী