চট্টগ্রামের পতেঙ্গায় পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের পতেঙ্গা থানার ফুলছড়িপাড়া বিলের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সকালে এক নারী অস্ত্র দুটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি কাটা রাইফেল ও দুইটি কার্তুজ এবং আরেকটি ব্যাগ থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করে। দুটি কাটা রাইফেল ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।