হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভোটকেন্দ্রের সামনে সিসি ক্যামেরা বসিয়েছে কে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনের বেশ কিছু এলাকা থেকে ব্যক্তিগত উদ্যোগে বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার ও আজ শনিবার বিভিন্ন কেন্দ্রের সামনে বসানো এসব সিসিটিভি ক্যামেরা অপসারণ করা হয়। তবে কতগুলো ক্যামেরা অপসারণ করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

অভিযানের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে গতকাল ও আজকে (শনিবার) বেশ কিছু এলাকা থেকে ব্যক্তিপর্যায়ে লাগানো বেশ কিছু সিসিটিভি ক্যামেরা অপসারণ করা হয়েছে। তবে কারা এটি বসিয়েছে, সেটি আমরা জানি না।’ 

তবে নাম না প্রকাশ করার শর্তে একাধিক সূত্র জানিয়েছে, এসব সিসি ক্যামেরা লাগানো হয় ওই আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এম এ আবদুল লতিফের উদ্যোগে।

এ ছাড়া ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচন সমন্বয়ক এনাম মুনির আজকের পত্রিকাকে বলেন, ‘অসৎ উদ্দেশ্যে ওরা (এম এ লতিফ ও তাঁর সমর্থক) নিজস্ব উদ্যোগে বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। ১০-১৫টি কেন্দ্রে ক্যামেরা ছিল। আমরা প্রশাসনকে এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানাই। এরপর প্রশাসন সেগুলো সরিয়ে নিয়েছে।’ 

এ বিষয়ে জানতে বর্তমান সংসদ সদস্য লতিফের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

তবে তার মিডিয়া সেলের পরিচালক জাহেদুল ইসলাম দুর্লভ সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়টি অস্বীকার করলেও এই উদ্যোগকে ইতিবাচক বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এসব সিসি ক্যামেরা আমরা বসাইনি। তবে তর্কের খাতিরে ধরে নিলাম এমপি সাহেব লাগিয়েছেন। তাহলে এটা তো স্বচ্ছ কাজের জন্য লাগানো। এটি খুলে ফেলতে হবে কেন? সিসি ক্যামেরা খুলে ফেলে ভোট ডাকাতির আয়োজন করছে না তো?’ 

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে এম এ লতিফ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন। লতিফ ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য। ২০০৮ সালে মনোনয়ন পাওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁকে সক্রিয় থাকতে দেখা যায়নি। ২০১৩ সালে লতিফ নগর আওয়ামী লীগ কমিটির সদস্যপদ পান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট