হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় ৬৫ দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। যা গত ৬৫ দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৫ এপ্রিল ১১ জন মারা যান। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৯৯ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২৮৪ ও বিভিন্ন উপজেলার ১১৫ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়িতে, সেখানে ৩২ জনের শরীরে করোনা পরীক্ষা হয়। 

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৮ জনের করোনা পজিটিভ আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৪৫ হাজার ৮৬৭ এবং অন্যান্য উপজেলার ১২ হাজার ৮৫৭ জন। 

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে নগরের ৪৭৪ ও বিভিন্ন উপজেলার ২২৭। গত রোববার (২৭ জুন) করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়।

মৃত্যু বাড়ার কারণ হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, দেশে ভারতীয় ডেলটা ধরন সংক্রমণ ও মৃত্যু বাড়াচ্ছে। যারা মারা যাচ্ছেন তাঁরা বেশির ভাগই বয়স্ক ও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই জন্য এখন সতর্ক থাকতে হবে, বয়স্কদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শও তাঁর।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির