হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় ৬৫ দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। যা গত ৬৫ দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৫ এপ্রিল ১১ জন মারা যান। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৯৯ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২৮৪ ও বিভিন্ন উপজেলার ১১৫ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়িতে, সেখানে ৩২ জনের শরীরে করোনা পরীক্ষা হয়। 

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৮ জনের করোনা পজিটিভ আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৪৫ হাজার ৮৬৭ এবং অন্যান্য উপজেলার ১২ হাজার ৮৫৭ জন। 

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৭০১ জন। এর মধ্যে নগরের ৪৭৪ ও বিভিন্ন উপজেলার ২২৭। গত রোববার (২৭ জুন) করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয় চট্টগ্রামে। ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়।

মৃত্যু বাড়ার কারণ হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, দেশে ভারতীয় ডেলটা ধরন সংক্রমণ ও মৃত্যু বাড়াচ্ছে। যারা মারা যাচ্ছেন তাঁরা বেশির ভাগই বয়স্ক ও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই জন্য এখন সতর্ক থাকতে হবে, বয়স্কদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শও তাঁর।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা