হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানিতে ডুবে যাওয়া আইপিএস থেকে বিদ্যুতের শর্টসার্কিট, মৃত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাঁচলাইশের কাতালগঞ্জে পানিতে ডুবে যাওয়া আইপিএস থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় কাতালগঞ্জের পেট্রল পাম্পের সামনে এক নম্বর রোডের খান বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন, মিরসরাই জোরারগঞ্জের সত্তরোয়া এলাকার ছালেহ আহাম্মদের ছেলে মো. হোসেন (৩৮) ও খাগড়াছড়ির রামগড়ের গজলতলা এলাকার মৃত আব্দু রউফের ছেলে আবু তাহের (৬৫)। এর মধ্যে মো. হোসেন গাড়ি চালক ছিলেন, আবু তাহের দারোয়ানের কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘আইপিএস থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই দুজন গুরুতর আহত হন। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘পানি ওঠায় আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান। তাঁকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুতায়িত হন।’ 

শহিদুল ইসলাম জানান, কয়েক দিনের ভারী বর্ষণে পুরো চকবাজার ডুবে গেছে। কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি ওঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির