হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গুদাম আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় দিনে দোকানের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার (৯ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে নগরের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় সড়কের পাশে অবস্থিত গুদামগুলোয় এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ২টা ৫৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশ কয়েকটি দোকানের গুদাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পুরো এলাকায় ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। এতে আতঙ্কে আশপাশের অনেক দোকানের মালিক তাঁদের মালামাল নিরাপদে বাইরে নিয়ে আসে। দোকানের পেছনে ছোট গুদামগুলোয় এই আগুন লেগেছিল। আগুনে মালামাল সব পুড়ে গেছে। গুদামগুলো মূলত ফলসহ বিভিন্ন কাঁচামাল, ঝুটের কাপড়, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রাখা হতো।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল