হোম > সারা দেশ > চট্টগ্রাম

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ২ দিন ফল খালাস বন্ধ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে দুই দিন দেশের সব বন্দর থেকে ফল খালাস বন্ধ রাখবে আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গল ও বুধবার বন্দর থেকে ফল খালাস বন্ধ থাকবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম বন্দরসহ দেশের সব বন্দর থেকে ৪ ও ৫ ফেব্রুয়ারি ফল খালাস বন্ধ রাখব। এরপর বিরতি দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ করে দেওয়া হবে।’

মুহাম্মদ সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ফলের ওপর আমদানি শুল্ক কমানোর দাবি করে আসছিলাম। কিন্তু সরকার হঠাৎ করে সম্প্রতি আরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক জারি করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।’

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল বলেন, ‘আমরা এনবিআর চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম। বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ফল খালাস বন্দের সিদ্ধান্তও জানিয়েছিলাম। কিন্তু এরপরও শুল্ক-কর প্রত্যাহার না করায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

মুহাম্মদ তৌহিদুল আরও বলেন, ‘এরপরও ১৩ ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের দাবি পূরণ করা না হয়, তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একই দাবিতে চট্টগ্রাম নগরীর রেলওয়ে মেনস ক্লাব ফলমন্ডির সামনে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড