হোম > সারা দেশ > চট্টগ্রাম

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ২ দিন ফল খালাস বন্ধ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে দুই দিন দেশের সব বন্দর থেকে ফল খালাস বন্ধ রাখবে আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গল ও বুধবার বন্দর থেকে ফল খালাস বন্ধ থাকবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম বন্দরসহ দেশের সব বন্দর থেকে ৪ ও ৫ ফেব্রুয়ারি ফল খালাস বন্ধ রাখব। এরপর বিরতি দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ করে দেওয়া হবে।’

মুহাম্মদ সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ফলের ওপর আমদানি শুল্ক কমানোর দাবি করে আসছিলাম। কিন্তু সরকার হঠাৎ করে সম্প্রতি আরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক জারি করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।’

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল বলেন, ‘আমরা এনবিআর চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম। বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ফল খালাস বন্দের সিদ্ধান্তও জানিয়েছিলাম। কিন্তু এরপরও শুল্ক-কর প্রত্যাহার না করায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

মুহাম্মদ তৌহিদুল আরও বলেন, ‘এরপরও ১৩ ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের দাবি পূরণ করা না হয়, তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একই দাবিতে চট্টগ্রাম নগরীর রেলওয়ে মেনস ক্লাব ফলমন্ডির সামনে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার