হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে ইলিশ কম, অন্য মাছ বেশি

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে সাগরে গেছেন জেলেরা। তবে ইলিশের বদলে মিলছে লাল পোপা, কালো পোপা, মাইট্টা, চামিলা, রূপচাঁদা, টেকচাঁদা, কালো চান্দা, তাইল্যাসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। গতকাল কক্সবাজার শহরের বাঁকখালী নদী মোহনার মৎস্য অবতরণ কেন্দ্রের ৬ নম্বর ফিশারিঘাটে। ছবি: আজকের পত্রিকা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ৩ নভেম্বর মধ্যরাতের পর সাগরে যান জেলেরা। আশা ছিল, ইলিশ নিয়ে ঘাটে ফিরবেন। তবে জালে নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়লেও রুপালি ইলিশের দেখা এখনো তেমন মেলেনি। সংশ্লিষ্টরা জানান, ইলিশ ধরার বড় ও মাঝারি ট্রলারগুলো ফিরতে আরও অন্তত তিন-চার দিন সময় লাগতে পারে। এতে ইলিশের সরবরাহ কম।

মৎস্য ব্যবসায়ী ও জেলেদের কাছ থেকে জানা গেছে, তিন-চার দিন ধরে কক্সবাজার সমুদ্র উপকূলের বিভিন্ন ঘাটে মাছভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে। এসব ট্রলারে পাঁচমিশালি মাছের আধিক্য বেশি। কিছু ট্রলার লাল পোপা, কালো পোপা, মাইট্টা, চামিলা, রুপচাঁদা, টেকচাঁদা, কালো চান্দা, তাইল্যা, সামুদ্রিক কোরাল, চিংড়ি, ছুরি, গুইজ্জাসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়ছে। তবে কিছু কিছু ট্রলারে কয়েকটি করে ইলিশ মাছও আসছে।

৩ নভেম্বর মধ্যরাতের পর কক্সবাজারের বিভিন্ন ঘাট থেকে প্রায় ৭ হাজার ছোট-বড় ট্রলার নিয়ে সাগরে নেমেছেন জেলেরা। এগুলোর মধ্যে বেশ কিছু ট্রলার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনার নুনিয়ারছটা ৬ নম্বর ঘাটে মাছ নিয়ে ভিড়তেও শুরু করেছে। মাছভর্তি এসব ট্রলার তিন বা চার দিনের প্রস্তুতি নিয়ে সাগরে গিয়ে ফিরছে।

কক্সবাজার শহরের ৬ নম্বর ফিশারি ঘাটে গতকাল শনিবার দেখা যায়, দীর্ঘদিন পর এই ঘাটে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলেরা বাঁকখালীর নদী মোহনায় ট্রলার ভেড়াতেই ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে অবতরণকেন্দ্রের ঘাটে আনা হচ্ছে মাছগুলো। এরপর সেখান থেকে ঝুড়ি ও লাই ভরে শ্রমিকেরা মাছ খালাসে নেমে পড়ছেন।

এফবি ফয়সাল নামের ট্রলারের মাঝি আইয়ুব আলী বলেন, তিন দিনের রসদ নিয়ে তাঁরা ১০ জন মাঝি-মাল্লা বঙ্গোপসাগরের ৪০-৪৫ কিলোমিটার দূরে গিয়ে জাল ফেলেন। এতে পাঁচমিশালি ছোট মাছের সঙ্গে কোরাল, তাইল্যা, গুইজ্জা, মাইট্টাসহ কয়েকটি ইলিশও পেয়েছেন। ট্রলারভর্তি মাছ নিয়ে তাঁরা ঘাটে ফিরে খালাসের পর আবারও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

জেলে ও ট্রলারমালিকেরা বলছেন, কয়েক মাস ধরে বৈরী আবহাওয়ায় সাগরে নামা যায়নি। এখন সাগর শান্ত। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম শহরের কাজীর দেউড়ির পাইকারি মাছ ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ এসেছেন ইলিশ মাছ কিনতে। ইলিশ না পেয়ে তিনি বড় আকারের সামুদ্রিক কোরাল, তাইল্যা, পোপা, রুপচাঁদা ও মাইট্টা মাছ কিনে ট্রাকভর্তি করছেন। তিনি বলেন, ‘অল্পস্বল্প ইলিশ এসেছে। তবে দাম চড়া, আকারও ছোট। খালি হাতে ফিরে না গিয়ে অন্য মাছ নিয়ে যাচ্ছি।’

কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ইলিশ ধরার বড় ও মাঝারি ট্রলারগুলো ফিরতে আরও অন্তত তিন-চার দিন সময় লাগতে পারে। এতে ইলিশের সরবরাহ কম।

এ বছর ভর মৌসুমে সাগর উত্তাল ছিল জানিয়ে ট্রলারমালিক মোস্তাক আহমেদ বলেন, ‘এ কারণে সাগরে মাছ শিকারে নামতে পারেননি জেলেরা। অধিকাংশ ট্রলারমালিককে লোকসান গুনতে হয়েছে। এখন শান্ত সাগরে ইলিশ ও বড় সামুদ্রিক মাছ ধরা পড়বে।’

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তিকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, ‘সামুদ্রিক মাছের প্রজনন সময়ে মাছ ধরায় ৬৫ ও ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলায় এর সুফল ভোগ করতে পারছেন জেলে ও ট্রলারমালিকেরা। কারণ, সাগরে এখন ইলিশ ও অন্যান্য মাছ আকারে যেমন বড় হচ্ছে, তেমনি উৎপাদনও বাড়ছে।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই