হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-১৬: স্বতন্ত্র প্রার্থীর মামলা নেওয়ায় ওসিকে ‘দেখে নেওয়ার’ হুমকি নৌকার প্রার্থীর

বাঁশখালী, (চট্টগ্রাম), প্রতিনিধি

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি সমর্থকদের মামলা নেওয়ায় বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে ফোন করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় বাঁশখালী থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি বলে পুলিশের বিশেষ শাখার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে সংসদ সদস্যের বিরুদ্ধে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘দেখে নেওয়ার’ হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। 

গত রোববার চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর উপজেলা সদরে নৌকার প্রার্থী ও এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান সিআইপির সমর্থকেরা। এ ঘটনায় থানায় মোস্তাফিজের এক অনুসারী বাদী হয়ে ঘটনার দিনই ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করে মামলা করেন। এর দুই দিন পর গত শুক্রবার মজিবরের এক অনুসারী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৫০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। 

এতে ওই সময়ে স্বতন্ত্র প্রার্থীর মামলা নেওয়ায় ওসির কাছে কৈফিয়ত চান মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে তিনি বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সরকারি নম্বরে ফোন করে গালিগালাজ করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এরপর ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় শুক্রবার বাঁশখালী থানায় পুলিশের পক্ষ থেকে জিডি করা হয়। 

ওসির সঙ্গে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন দেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের কেউ কিছু বলতে রাজি হননি। 

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটা মিটিংয়ে আছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে, তাঁরা এ বিষয়ে বলতে পারবেন।’ 

চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়ে সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে বক্তব্যের জন্য সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার