চট্টগ্রামে নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর পোস্ট করার অভিযোগে আব্দুল মুমিন তুষার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ।
আজ রোববার কাউন্টার টেররিজম বিভাগ এ তথ্য জানায়। গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত যুবক নগরের বেপারিপাড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন বলেন, এক নারীর সঙ্গে অভিযুক্ত যুবকের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। প্রতিপক্ষ পরিবারের লোকজনদের সামাজিকভাবে হেয় করতে গত বছর সেপ্টেম্বরে ওই নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খোলেন আব্দুল মুমিন তুষার। পরে সেই আইডিতে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্টে আপলোড করেন অভিযুক্ত।
এর আগে ভুক্তভোগী নারী অজ্ঞানামা আসামিদের নামে ডবলমুরিং থানায় দায়ের করা একটি মামলায় তদন্ত করা হয়। পরে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেলের প্রযুক্তিগত সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়।