হোম > সারা দেশ > চাঁদপুর

সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে শুরু হওয়া সাম্প্রদায়িক উত্তেজনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে বেশ কয়েকটি মন্দিরে হামলা ও পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। গতকাল বুধবার রাতে হওয়া সেই সংঘর্ষে হতাহতের কথা বলা হলেও পুলিশের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এ অবস্থায় বুধবার রাত থেকে হাজীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার এ নির্দেশ দেন। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে গতকাল রাত থেকেই স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন শুরু করেছে তারা। 

অবশ্য বিশেষ সতর্কতা হিসেবে দেশের আরও বেশ কয়েকটি অঞ্চলেই বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ১৮টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হতে পারে। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির