হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অপহৃত ৩ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ২ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. সামশুল আলম খান।

তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাঁরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান আরও বলেন, গত শনিবার (২৫ মার্চ) এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র‍্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।

গতকাল (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। অপহরণের এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

এদিকে গত শনিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ