হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে মো. শাহাদাত হোসাইন সুজন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল খায়ের মাস্টারের কলোনি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মো. শাহাদাত হোসাইন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ মানিকের ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির আজকের পত্রিকাকে বলেন, সুজন কলোনির যে ঘরে থাকত, তা মঙ্গলবার সকাল থেকে সারা দিন বন্ধ ছিল। রাতেও ঘরের দরজা না খোলায় কলোনি মালিকের ছেলে নুর নেওয়াজ অনেকক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা-পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুজনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাতে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই যুবকের নিথর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫