হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে মো. শাহাদাত হোসাইন সুজন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল খায়ের মাস্টারের কলোনি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মো. শাহাদাত হোসাইন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ মানিকের ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির আজকের পত্রিকাকে বলেন, সুজন কলোনির যে ঘরে থাকত, তা মঙ্গলবার সকাল থেকে সারা দিন বন্ধ ছিল। রাতেও ঘরের দরজা না খোলায় কলোনি মালিকের ছেলে নুর নেওয়াজ অনেকক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা-পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুজনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাতে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই যুবকের নিথর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের