হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনার একটি তালাবদ্ধ ঘর থেকে মোসা. লাইমা (২২) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির একটি ভবন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলমের ছয়তলা ভবনের পাঁচতলা বাসার তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাইমার লাশ উদ্ধার করে। তিনি হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ের ঘরের নাতনি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসী ফারুক মিয়ার সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় লাইমার। পরে মোবাইল ফোনে তাঁদের বিয়ে হয়। কিন্তু তাঁদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। কদিন ধরে লাইমা ফোন ধরছিলেন না। আজ প্রবাসী স্বামী ফারুক তাঁর ছোট ভাইকে পাঠালে গিয়ে ঘরের দরজা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের মধ্যে লাইমা বিদেশে স্বামীর কাছে চলে যাবেন বলেছিলেন। স্বামীর পরিবারের সঙ্গে লাইমার কোনো যোগাযোগ ছিল না। তবে ইমরান নামের এক মামা মাঝেমধ্যে বাসায় আসতেন। এ সময় তাঁদের মধ্যে টাকাপয়সা নিয়ে ঝগড়া হতো।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। যেহেতু ঘর বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া গেছে, সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে