হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় কাটার সময় ধসে নিহত ১, নিখোঁজ কয়েক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় কাটার সময় ধসে পড়ে খোকা (৪৫) নামে এক শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে আকবর শাহ বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধারের পর চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় দুজনকে চমেক হাসপাতালে আনার পর খোকা নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নির্দেশে চার থেকে পাঁচজন শ্রমিক পাহাড় কাটছিল। পরে পাহাড় ধসের ঘটনাটি ঘটে।

নগরীর আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার সময় ধসে পড়েছিল। আমরা এখন ঝামেলায় আছি। পরে বিস্তারিত বলা যাবে।’

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি সেখানে পাহাড় কেটে রাস্তা তৈরির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে সাত দিনের কারাদণ্ড ও একটি স্কেভেটর জব্দ করা হয়।’ স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে ওই পাহাড়টি কাটা হচ্ছিল বলে জানান তিনি।

এদিকে পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত