হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ‘আত্মহত্যা’র প্ররোচনা মামলায় ১০ আসামি কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে রাজমিস্ত্রি হাসান ছৈয়াল ‘আত্মহত্যা’র প্ররোচনায় দায়ের করা মামলার ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার আসামিরা জামিনের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল আলমের আদালাতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিরা হলেন শহরের বিষ্ণুদী এলাকার সেলিম খান (৪২), মো. জাহাঙ্গীর গাজী (৪৩), আনোয়ার গাজী (৩২), মোক্তার ব্যাপারী (২৮), হাসান পাটওয়ারী (২৬), মো. সবুজ আখন (২৮), এলেমান ব্যাপারী, (৪৫) সিরাজ গাজী (৫৫), কামাল হোসেন (৩৫) ও মো. মহসীন (৪০)। 

আদালতে বাদীপক্ষের আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন জসিম উদ্দিন পাটওয়ারী।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ আগস্ট ভোরে রাজমিস্ত্রি হাসান ছৈয়ালের ঘরের সামনে এসে মোবাইল ফোন চুরি অপবাদ দিয়ে আসামিরা সংঘবদ্ধ হয়ে গালমন্দ করেন। একপর্যায়ে তাঁকে মোবাইল ফোন চুরির জন্য অভিযুক্ত করে ঘরে রশি দিয়ে বেঁধে রাখেন এবং হাত-পা কেটে ফেলবে হুমকি-ধমকি দিতে থাকেন। ওই দিন দুপুরে আসামিরা হাসানকে ঘরে আটকে রেখে চলে গেলে তিনি ভয়ে ঘরে থাকা সিলিং ফ্যানে গামছা ও বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন। 

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে হাসান ছৈয়ালের বাবা মো. শরীফ ছৈয়াল ওই দিনই মডেল থানায় আটজনের নামসহ অজ্ঞাতনামা আসামি করে ৩০৬/৩৪ ধারায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান তদন্ত শেষে ২০২২ সালের ৩০ অক্টোবর ১৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার