হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

লক্ষ্মীপুর ও কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজাকে দ্বিতীয় স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে শুনানি শেষে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ মোরশেদ আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাদীপক্ষের যৌতুক মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।’

মামলা সূত্রে জানা যায়, ৩ বছর আগে আসিফ রেজা কমলনগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন। যোগদানের পর হাজিরহাট ইউনিয়নের এক গৃহবধূকে তিনি কৃষাণী গ্রুপের সভাপতি নির্বাচিত করেন। এর সুবাদে ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়া করেন আসিফ।

গৃহবধূকে সভাপতি বানানোর পর তাঁকে মোটরসাইকেলে করে বিভিন্ন প্রোগ্রামে নেন আসিফ। এর সুবাদে তাঁদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। এদিকে আসিফের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, জেলা ও বিভাগীয় অফিসে তথ্য দিয়ে রেখেছি। যাবতীয় ডকুমেন্টস পেলে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল