হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজার লিটার তেল মজুত করে জরিমানা খেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এক শ কিংবা দু শ লিটার নয়, এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল মজুত করে রাখা হয়েছিল মেসার্স খাজা স্টোর নামের দোকানের গুদামে। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরিতেই এই কারসাজি। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল রোববার নগরীর চৌমুহনীতে অবস্থিত সিডিএ কর্ণফুলী মার্কেটে অবস্থিত ওই গুদামে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তেলগুলো আশপাশের দোকানে বিক্রির ব্যবস্থা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

 মো. আনিছুর রহমান বলেন, ‘সয়াবিন তেলের কেন সংকট তৈরি হয়েছে সেটি যাচাই করতে আমরা বহদ্দারহাট ও চৌমুহনী এলাকায় অভিযান চালাই। বহদ্দারহাটে তেলের ডিলাররা কারসাজি করছেন–এমন কোনো অভিযোগ পাইনি। তবে চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের ভোজ্যতেলের দোকানগুলোতে অভিযান চালানোর সময় মেসার্স খাজা স্টোরের গোডাউনে আমরা ১ হাজার ৫০ লিটারের বেশি মজুত করা তেলের সন্ধান পাই। আমরা তেলগুলো জব্দ করে তাৎক্ষণিক আশপাশের দোকানে বিক্রির ব্যবস্থা করেছি।’ 

তেল মজুত করার অপরাধে খাজা স্টোরের মালিকের কাছ থেকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আনিছুর রহমান।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়