হোম > সারা দেশ > চট্টগ্রাম

মৃত্যুর দুই বছর পর মামলার আসামি, গ্রেপ্তার পরোয়ানাও জারি

সবুর শুভ, চট্টগ্রাম

মামলা হয় গত বছরের ২৩ মে। এতে ২০২১ সালের ১৪ জানুয়ারি মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেও ওই ব্যক্তিকে জীবিত হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমনকি আদালত থেকে মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। চট্টগ্রামে ঘটেছে এ ঘটনা।

মৃত ওই ব্যক্তির নাম শাহজাহান। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।

আদালত থেকে পাওয়া তথ্যমতে, গত বছরের ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশি মামলা হয়। মামলায় মৃত শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী বাবুল মিয়া ৩০ বছরের বেশি সময় ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। আসামিরা তাঁর নাম ব্যবহার ও সই জাল করে সিটি স্ক্যাপ প্ল্যানার্স কোম্পানি নামে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর বেশ কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা ঋণ নেন। বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনার কথা প্রচার করেন। ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন প্রচারমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনও দেন। এভাবে বিবাদীরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সাধারণ মানুষের কাছ থেকে।

ওই সব মামলা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী আমেরিকাপ্রবাসী বাদী হয়ে আদালতে জালজালিয়াতির মামলা করেন। আদালত ওই মামলা আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়।  

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে মৃত শাহজাহানের নামও রয়েছে। ২০২১ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর তাঁকে অভিযুক্ত করে পিবিআই। এ নিয়ে সমালোচনার মুখে তদন্ত প্রতিবেদনে থাকা মৃত শাহজাহানকে অব্যাহতি দিতে গত ২০ মার্চ আদালতে আবেদন করেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর। 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি