হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জামায়াত-বিএনপির জোট মরণ ছোবল দেবে, তাদের তালিকা দিন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘দুবছরের মাথায় জাতীয় নির্বাচন। সামনে জামায়াত-বিএনপির জোট মরণ ছোবল দেবে। তাই তাদের তালিকা করে আমাদের দলীয় দপ্তরে জমা দিন। তা হলেই দেশ-জাতি এবং আমরা রক্ষা পাব।’ 

সোমবার বিকেলে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ইউনিটের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

নাছির উদ্দীন বলেন, ‘ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌ দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নিয়ে বিএনপি যে খেলায় নেমেছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনোভাবেই মানবিক নয়। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। দলটির উদ্ভাবন কোথায় এবং কীভাবে এই বিষয়গুলো জনগণের কাছে দলের স্থানীয় নেতৃত্বকে তুলে ধরতে হবে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে শত্রু ও মিত্রকে চিহ্নিত করতে হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজি মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাজি আবু তাহের, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হীরন, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির