হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে কোস্ট গার্ডের ৯ ঘণ্টা অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকসহ ছয় ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালিয়েছে তারা। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল নাফ নদীর মোহনায় গিয়ে অভিযান চালায়। অভিযান টের পেয়ে ডাকাতের দল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা থেকে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। পরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনকে অবহিত করা হলে তারা এসে যৌথভাবে অভিযান শুরু করে। এ সময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে পড়ে। কোস্ট গার্ডের যৌথ দল ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ছয় জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করে। 

ডাকাত দলের  আটক সদস্যরা হলেন—মো. ইব্রাহিম (২৩), মো. আমিন (৩৩), মো. আরিফ (৩৩) মো. মাহমুদুর রহমান (১৮) মো. কানিজ (২৪) মো. নবী হোসেন (২৮)। 

এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড ফাঁকা গুলি, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, সাত সেট ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করে কোস্ট গার্ডের যৌথ দল। 

আবদুর রহমান আরও জানান, ওই স্থানটি দূরবর্তী, বিচ্ছিন্ন ও জনশূন্য হওয়ায় সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদকদ্রব্য পাচার ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই টেকনাফ ও সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন যৌথভাবে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ, মাদক ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেছে। 

সংবাদ সম্মেলন শেষে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ