হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে যুবদল নেতা রোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা ও ইউপি সদস্য রোকন উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ফৌজদারহাটস্থ লিংক রোডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরে এ মানববন্ধন হয়।

প্রবীণ রাজনীতিক লোকমান হাকিমের সভাপতিত্বে ও মাহমুদুল হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শাহাদাৎ হোসেন সমীর, মঞ্জুরুল ইসলাম, মিজানুর রহমান রাজু, জাফর আহমদ, আলী আকবর, জসিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আওয়ামী লীগের হামলা-মামলা উপেক্ষা করে ১০১২ সাল থেকে গণতন্ত্র মুক্তির আন্দোলনে ছিলেন রোকন উদ্দিন। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নির্দেশনায় ছলিমপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলেন যুবদলের এই নেতা। যার ফলে ইউপি সদস্য হওয়ার পরও তৎকালীন আওয়ামী স্বৈরাচারী দোসরদের নজরে পড়েন তিনি। তাঁকে হত্যার উদ্দেশ্যে ২০১৬ সালের মার্চ মাসে গ্রেপ্তার করেছিল। কিন্তু সেই সময় এলাকাবাসী দুর্বার আন্দোলন গড়ে তোলার কারণে মৃত্যুর হাত থেকে রক্ষা পান যুবদল নেতা রোকন।

বক্তারা আরও বলেন, স্বৈরাচারের শাসনামলে শত ষড়যন্ত্রের পরও দাবিয়ে রাখতে না পারা রোকন উদ্দিন মেম্বারকে বর্তমানে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হয়েছে। দুঃসময়ে বিএনপির জন্য লড়াই করা যুবদল নেতা রোকন উদ্দীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন বক্তারা।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক