আশুগঞ্জে আগুনে পুড়ে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা ও বড় ভাই অগ্নিদগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী মনে করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মকবুল মিয়া, তাঁর স্ত্রী রেখা ও বড় ছেলে জয় অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় বিকট শব্দ হয়। তাৎক্ষণিক সেই বাসায় ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়ে। এ সময় এলাকাবাসী, পুলিশ, আশুগঞ্জ ও সরাইল ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে এ সময় মকবুল হোসেন, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে আটকে পড়ে জুবায়ের। ফলে ভেতরে অগ্নিদগ্ধ হয়ে জুবায়ের মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ এসে জুবায়েরের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’