হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে দুর্ভোগে রাঙামাটির হাজারও পরিবার

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটি শহর ও আশপাশের এলাকার অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি ও ভারতের বন্যার পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়ি-ঘরে পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব জায়গার বাসিন্দারা।

এদিকে, হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু উজান থেকে কর্ণফুলী, মাইনি, কাচালং, চেঙ্গী নদী হয়ে নেমে আসা পানির পরিমাণ কয়েকগুণ হওয়ায় বাঁধ খুলে দেওয়া হলেও কমছে না পানি।

রাঙামাটি শহরের রাঙাপানির নুও আদাম এলাকার তপর চাকমা (৪০) বলেন, ‘যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় আমরা দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছি। খুব কষ্ট হচ্ছে।’
 

আসাম বস্তির ব্রাহ্মণটিলার মো শফিকুল ইসলাম (৪০) বলেন, ‘মসজিদ-মাদ্রাসা দুটোতেই পানি উঠেছে। অধিকাংশ ঘরেও পানি। চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। বাথরুম ডুবে গেছে। রাতে ঘুমানোর মতো পরিবেশ নেই আর। অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন পার করছি।’ 

বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৮.৬০ ফুট এমএসএল। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বন্যাদুর্গতের মধ্যে এখন পর্যন্ত ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি