হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে দুর্ভোগে রাঙামাটির হাজারও পরিবার

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটি শহর ও আশপাশের এলাকার অনেক বাড়ি-ঘরে পানি উঠেছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি ও ভারতের বন্যার পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়ি-ঘরে পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব জায়গার বাসিন্দারা।

এদিকে, হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু উজান থেকে কর্ণফুলী, মাইনি, কাচালং, চেঙ্গী নদী হয়ে নেমে আসা পানির পরিমাণ কয়েকগুণ হওয়ায় বাঁধ খুলে দেওয়া হলেও কমছে না পানি।

রাঙামাটি শহরের রাঙাপানির নুও আদাম এলাকার তপর চাকমা (৪০) বলেন, ‘যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় আমরা দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছি। খুব কষ্ট হচ্ছে।’
 

আসাম বস্তির ব্রাহ্মণটিলার মো শফিকুল ইসলাম (৪০) বলেন, ‘মসজিদ-মাদ্রাসা দুটোতেই পানি উঠেছে। অধিকাংশ ঘরেও পানি। চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। বাথরুম ডুবে গেছে। রাতে ঘুমানোর মতো পরিবেশ নেই আর। অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন পার করছি।’ 

বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৮.৬০ ফুট এমএসএল। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বন্যাদুর্গতের মধ্যে এখন পর্যন্ত ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক