হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে সেনাবাহিনীর পোশাক পরা গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীর কিচিংছড়া এলাকা থেকে ম্রাঅং মারমার লাশ উদ্ধার করছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাট্টলীর কিচিংছড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী।

নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা (৩২)। সেনা সূত্রে জানা গেছে, নিহত ম্রাঅং মারমা আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।

এদিকে, ম্রাঅং মারমা নিজেদের দলের সদস্য কি না, তা নিশ্চিত করেনি ইউপিডিএফ। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলে ইউপিডিএফ রাঙামাটির সমন্বয়ক সচল চাকমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লাশের গায়ে সেনাবাহিনীর পোশাক রয়েছে।

সেনা সূত্রে জানা গেছে, লংগদু সদর ইউনিয়নের কাট্টলীর কিচিংছড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করলে উভয় পক্ষের মধ্য গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ম্রাঅং মারমা নিহত হন।

লংগদু ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জগদীশ চাকমা জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। লাশ নিতে কেউ না এলে বেওয়ারিশ হিসেবে সৎকার করা হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির