চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মহানগর গোধূলির ৫টি টিকিটসহ এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে আটক করা হয়।
রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালামত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তি টিকিটের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার সময় সন্দেহ হলে আমরা তাঁকে আটক করি। তিনি স্বীকার করেছেন তিনি একজন টিকিট কালোবাজারি। তাঁকে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।’
ওসি জানান, ঈদকে সামনে রেখে কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে স্টেশনে আরএনবি সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়। পাশাপাশি আরএনবি সদস্যদের সদা সতর্ক রাখা হয়।
আরএনবি কমান্ড্যান্ট (সদর) সত্যজিৎ দাশ জানান, ঈদ যাত্রায় টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের জন্য বিভিন্ন কৌশলে ইউনিফরম ও সাদা পোশাকে আরএনবি চৌকি (জেনারেল), অস্ত্র শাখা ও গোয়েন্দা শাখার অফিসার ও সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।