হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদের গাড়ি উল্টে দুই ছাত্রী নিহতের ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর বরখাস্ত, সার্জেন্টকে প্রত্যাহার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নিখিল বিকাশ চাকমাকে সাময়িক বরখাস্ত এবং সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘আজ থানায় মামলাটি করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব। চাঁদের গাড়ির চালককে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত বুধবার ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশীদুল হক জানান, এ ঘটনায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখিল বিকাশ চাকমাকে আজ বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত এবং সার্জেন্ট আল আমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির