হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ৮৫ হাজার ইয়াবাসহ যুবলীগ নেতা ও ২ সহযোগী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ৮৫ হাজার ইয়াবাসহ স্থানীয় এক যুবলীগ নেতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সদর উপজেলার মজুচৌধুরীরহাট থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার লক্ষ্মীপুর সদরের চর রমণীমোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা মনির হোসেন, তাঁর ভগ্নিপতি যুবলীগ কর্মী আমির হোসেন ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম হোসেনকে আসামি করে বিকেলেই মামলা হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ২৮ ডিসেম্বর রাতে মজুচৌধুরীরহাট থেকে ভোলার উদ্দেশে একটি নৌকা যাচ্ছিল। ওই নৌকায় করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন মাদক চোরাকারবারিরা। এ সময় চরমেঘার কাছে নৌকাটি ডুবিয়ে দিয়ে মাদক কারবারিদের মারধর করে ৮৫ হাজারের বেশি ইয়াবা নিয়ে পালিয়ে যান স্থানীয় ইউপি সদস্য মনির হোসেনসহ তিনজন।

বিষয়টি জানাজানি হওয়ার পর মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার বিকেলে মজুচৌধুরীরহাট থেকে ওই তিনজনকে আটক করে র‍্যাব। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিষয়টি স্বীকার করেন তাঁরা।

এদিকে চর রমণীমোহন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু ইউসুফ ছৈয়াল জানান, ইউপি সদস্য মনির হোসেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আমির হোসেন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া ইব্রাহিম হোসেন গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। এ বিষয়ে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বাদী র‍্যাব কর্মকর্তা মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে মনির হোসেন, গ্রাম পুলিশ ইব্রাহিম হোসেন ও আমির হোসেন ইয়াবা ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব মজুচৌধুরীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৮৫ হাজার ২০টি ইয়াবা জব্দ করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত